ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলার সলিমপুরে ট্রলির ধাক্কায় জাহিদ উদ্দিন বেপারী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী বাচ্চু শাহ। 

সোমবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহিদ উদ্দিন সলিমপুর ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আহত বাচ্চু শাহ একই ইউনিয়নের মানিকনগর গ্রামের রফি শাহ’র ছেলে।  

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে জয়নগর বোর্ড অফিস মোড়ে ইটবাহী একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদ ও বাচ্চু শাহ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে আহত বাচ্চু শাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রলিচালককে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।