ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
গজারিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক ইয়াবাসহ আটক নারী। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় পাঁচ হাজার ২শ’ পিস ইয়াবা ও দুই লাখ ৮০ হাজার ৮শ’ টাকাসহ নুপুর আক্তার (৩০) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১০ সিপিএসসি-এর ভারপ্রাপ্ত কোম্পানি কোমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার ভবের চর এলাকার কলেজরোড কবরস্থানের পাশের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়।

এসময় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ হাজার ২শ’ পিস ইয়াবা, তিনটি মোবাইল, একটি মোবাইল ট্যাব এবং নগদ দুই লাখ ৮০ হাজার ৮শ’ টাকাসহ ওই নারীকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।