ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে বিদেশি পিস্তলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিংগাইরে বিদেশি পিস্তলসহ আটক ১ উদ্ধার করা পিস্তল ও হাতবোমা, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১০টি হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার আলীর বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

নবীনগর র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার মো. আতিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের পূর্ব ভাকুম গ্রামের আনসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১০ টি হাতবোমা ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।