ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ দুর্ঘটনা বাস ও ট্রাক। ছবি বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাকের চালক ও তিনজন বাসের যাত্রী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে শেষ করে যান চলাচল স্বাভাবিক করে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে ২৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। এরা হলেন-বালুবাহী ডাম্প ট্রাকের চালক সাতক্ষীরার কামরুল ইসলাম (৩২), বাস যাত্রী মোল্লাহাটের বিপিন পোদ্দার (৫৫) ও খুলনার আড়ংঘাটার মাহমুদুল হাসান (১৩)।

এদের মধ্যে মাহমুদুল হাসান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মারা গেছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন বলেন, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গীপাড়া পরিবহনের দুই যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে অপর একজন মারা যান। এ ঘটনায় আহত হয় অন্তত ৩০ জন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। স্বজনরা এলে পরিচয় জানা যাবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারীপরিচালক ( ডিএডি) মাসুদ সরদার জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ও খুলনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯/আপেডেট:  ১৭৪২ ঘণ্টা

এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।