ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য ফাঁস করায় দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
তথ্য ফাঁস করায় দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

ঢাকা: আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।  ফজলুল দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয় কর্মরত ছিলেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ফজলুল হকের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হতেই হবে। তিনি তো সদ্য পদোন্নতি পেয়েছেন, তারপরও মাফ করা হয়নি। ’

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বহিষ্কার করা হবে। ’

দুদক দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো তালিকা করছে কি না— এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, ‘কোনো তালিকা করছি না। চলমান কাজে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।