ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ ভুয়া পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
গাজীপুরে ৩ ভুয়া পুলিশ আটক আটক ৩ ভুয়া পুলিশ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।  

আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার আব্দুল জলিল (৩৫), বরুলিয়া এলাকার মো. রায়হান আলী (২০) ও ক্ষুদে বরমী এলাকার আরিফ পালোয়ান।

আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (২১ জানুয়ারি) বিকেলে ভুয়া পুলিশ পরিচয়দানকারীরা প্রতারণা করার জন্য হাতিয়াব এলাকায় অবস্থান নেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস, দু’টি মোটরসাইকেল, দু’টি কুড়াল, দু’টি ছোরাসহ ওই তিন প্রতারককে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।