ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বিরলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের বিরলে দিলীপ চন্দ্র সরকার (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোশাররফ হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার ভাণ্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর ভাণ্ডারা গ্রামের রেংটা ব্রিজ সংলগ্ন লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

দিলীপ ওই গ্রামের কুড়ানু চন্দ্র সরকারের ছেলে।

তিনি ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আটক মোশাররফ ওই এলাকার বাসিন্দা।
 
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দিলীপের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোশাররফ নামে একজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে বিরল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।