ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অস্ত্র-গুলিসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
কিশোরগঞ্জে অস্ত্র-গুলিসহ নারী আটক আটক নারী ও জব্দকৃত অস্ত্র-মাদক-টাকা। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রিভলবার, গুলি, ২৫ লাখ টাকার চেক, নগদ টাকা ও দুই হাজার ৪৭০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার বর্ণা (৩১) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম শোভন খান এতথ্য জানিয়েছেন।  

এর আগে সোমবার (২১ জানুয়ারি) রাতে জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় ফাতেমার স্বামী মাদকবিক্রেতা শহীদ মিয়া পালিয়ে যায়। ফাতেমা শহরের মনিপুর ঘাট এলাকায় স্বামী শহীদ মিয়ার সঙ্গে বসবাস করতেন।
 
এম শোভন খান বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে মোটরসাইকেলের দুই আরোহীকে সন্দেহ হলে তল্লাশির জন্য তাদের থামতে বলা হয়। এ সময় মোটরসাইকেল ফেলে চালক দৌড়ে পালিয়ে গেলেও অপর আরোহী ফাতেমা আক্তার বর্ণাকে আটক করা হয়। আটকের পর তার হাতে থাকা ব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

এছাড়া তার দেয়া তথ্যমতে মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া মোটরসাইকেলের চালক তার স্বামী মো. শহীদ মিয়া বলে জানায় ফাতেমা। এছাড়াও জব্দকৃত রিভলবার, গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট তার স্বামীর বলে জানান। তারা স্বামী-স্ত্রী উভয়ে মাদক বিক্রির সঙ্গে যুক্ত বলেও জানান তিনি।
আটক ফাতেমার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯শ’ টাকা এবং বিভিন্ন ব্যাংকের ২৫ লাখ টাকার স্বাক্ষরকৃত চেক জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ফাতেমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পালিয়ে যাওয়া মো. শহীদ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।