ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব নিয়োগ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।  
 
এতে বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন প্রধান বিরোধী দলের নেতা থাকবেন এবং তিনি অভিপ্রায় পোষণ করবেন ততদিনই মঞ্জুরুল ইসলামের নিয়োগ কার্যকর থাকবে।


 
এ সময় তিনি জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
 
মঞ্জুরুল ইসলামের বাড়ি জয়পুরহোট জেলার শান্তিনগর স্টেশন রোডে।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।