ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আত্রাইয়ে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক  আটক আবু হেনা

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনাকে (৩৫)  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে তাকে আটক করে র‌্যাব। আটক আবু হেনা উপজেলার ঘোষপাড়া গ্রামের কাইয়ুম সরদারের ছেলে।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৩ বোতল ফেনসিডিল এবং ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

সন্ধ্যায় তার নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।