ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
যাত্রাবাড়ীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি পাঁচতলা ভবনের তিনতলা থেকে ইসমাইল ফরাজী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির গলায় গামচা পেঁচানো ও চোখে আঘাতের চিহ্ন ছিলো।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায়।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিজ পরিবার নিয়ে ফরাজী ওই বাড়িতে থাকতো।

এদিন তার স্ত্রী বেড়াতে যান ও ছেলে বাবাকে রেখে অফিসে চলে যান। অফিস থেকে ছেলে বাসায় ফিরে দেখে বাসার দরজায় তালা দেওয়া। পরে তারা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমাদের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার উদঘাটনে পুলিশের টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এজেডএস/ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।