ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
ফুলবাড়িয়ায় ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৪৮) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কান্দুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল উপজেলার কেশরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বালুরঘাট এলাকা থেকে সাইফুল মোটরসাইকেলে করে কান্দুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।