ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ২ মাদকবিক্রেতাকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মানিকগঞ্জে ২ মাদকবিক্রেতাকে কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে অভিযান চালিয়ে আটক দুই মাদকবিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার তাদের এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মৃত. আফসার আলীর ছেলে আল আমিন হোসেন (৩৮) এবং একই উপজেলার উড়িয়াজানি এলাকার বাদশা মিয়ার ছেলে হায়দার আলী (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ আল আমিন ও হায়দারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই গ্রাম করে মোট ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

এদিকে মানিকগঞ্জের বেউথা এলাকার পৃথক অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ মো. রাসেল মিয়া নামে এক ব্যক্তি আটক করা হয়েছে। রাসেল মানিকগঞ্জের বেউথা এলাকার মোজাফফর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ইনচার্জ সাইফুল।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।