ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় পিকআপ ভ্যান উল্টে আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মাটিরাঙ্গায় পিকআপ ভ্যান উল্টে আহত ৯

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে ৯জন আহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার আলুটিলার রিছাং ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীঘিনালা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান ফটিকছড়ি মাইজভান্ডার শরিফের ওরসে যাচ্ছিলেন।

এসময় পিকআপ ভ্যানটি উপজেলার আলুটিলার রিছাং ঝর্ণা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের ৯ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

চিকিৎসকের বরাত দিয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে জানান,  আহত ৯ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।