ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় জুয়েল বড়ুয়া (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলামের এ দণ্ড দেন। জুয়েল পানছড়ি উপজেলার আদি ত্রিপুরা পাড়া এলাকার হিরা মানিক বড়ুয়ার ছেলে।


 
সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে জুয়েল উত্ত্যক্ত করতেন। বিকেলে স্কুল থেকে ফেরার পথে জুয়েল তাকে উত্ত্যক্ত করলে ওই ছাত্রী থানায় গিয়ে অভিযোগ করে। পরে পুলিশ জুয়েলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
  
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।