ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নারীসহ ৪ ‘জঙ্গি’ আটক, জিহাদি বই উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ময়মনসিংহে নারীসহ ৪ ‘জঙ্গি’ আটক, জিহাদি বই উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলস্টেশন থেকে এক নারীসহ ৪ ‘জঙ্গি’কে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।  

তাদেরকে বর্তমানে র‌্যাব-১৪ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম।

তবে আটককৃতদের নাম জানানো হয়নি।

তৌফিকুল আলম জানান, বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনযোগে ওই জঙ্গিরা স্থানীয় বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে নামে।  

এর আগে থেকেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।  

র‌্যা-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম আরো জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।