ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নজরুল ইসলাম জসিম (৩৩) ও তার সহযোগী রায়হান হোসেন রাসেল (কাবিলাকে) (২২)  গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম জসিম হামছাদি গ্রামের মৃত শহীদ উল্লাহ মাস্টারের ছেলে ও তার সহযোগী রায়হান হোসেন রাসেল (কাবিলা) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী নজরুল ইসলাম জসিম ও তার সহযোগী কাবিলাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দু’টি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।