ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৭ জানুয়ারি) সকালে শহরের পশ্চিম পাইকপাড়ায় ১১ শতাংশ জমিতে পাঁচ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

উদ্বোধনের সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিনসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

এক কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)।  

এর আগে মোকতাদির চৌধুরী শহরের কাউতলীতে আধুনিক সেবা সম্পন্ন কমফোর্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদসহ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।