ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ট্রাকের ধাক্কায় খোকন দেব (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের ঝন্টু দেবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিলেটে সিএনজি ফিলিং স্টেশন থেকে অটোরিকশা সিলিন্ডারে গ্যাস লোড করে ফিরছিলেন চালক খোকন দেব। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এলে সিলেটগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় চালক খোকনের মৃত্যু হয়। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে তামাবিল হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক মিয়া বাংলানিউজকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।