ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরী ও তার পরিবারকে নির্যাতন করা হয়েছে। 

রোববার (২৭ জানুয়ারি) ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নির্যাতিত পরিবারের সদস্যরা।  

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী কিশোরীর ভাই উপজেলার সুগন্ধিয়া গ্রামের মো. মাসুম সরদার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠি সদর উপজেলার প্রতিবেশী শাহিন প্রতিবন্ধী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল পাশাপাশি তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেন তিনি।

এ প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি শাহিনের বাবার কাছে অভিযোগ করেন ওই কিশোরী ও তার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন তার লোকজন নিয়ে গত ২৪ জানুয়ারি প্রতিবন্ধী কিশোরী ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এমনকি ওই কিশোরীকে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। হামলার শিকার ওই কিশোরীর বাবা ও ভাই বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।