ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল ব্যারিস্টার মইনুল হোসেন/ফাইল ফটো

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তিন মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি পান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যারিস্টার মইনুলের পাঁচটি মামলার কাগজপত্র আমাদের কাছে পৌঁছেছে।

সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।  

প্রায় তিন মাস আগে একাত্তর টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। সে ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০টি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় গত ২২ অক্টোবর মইনুল গ্রেফতার হন।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।