ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
বিমানবন্দর সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ দুর্ঘটনাকবলিত ট্রাক/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডালিম (২০) ও মোবারক (২৭)।



বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে।  

এসআই শ্রীধান চন্দ্র রায় আরও জানান, তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়।  তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত আরো জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।