ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
লালপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোর: নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।

 

লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ বাংলানিউজকে জানান, ভোরে আজিজুর সাইকেলে করে ঈশ্বরদীতে গুড় বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

আজিজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।