ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
শিবচরে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে চাল বোঝাই একটি ট্রাক উল্টে মো. মিলন হাওলাদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) ভোরে শিবচর পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন পৌরসভার নলগোড়া এলাকার বাসিন্দা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চাল বোঝাই ট্রাক উপজেলার চান্দেরচরে যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় মিলন ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।