ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ২১ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
চরফ্যাশনে ২১ দোকান পুড়ে ছাই

ভোলা: ভোলার চরফ্যাশনে আগুন লেগে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৭ জানুয়ারি) রাতে পৌরশহরের জনতা রোডের একটি দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে একাধিক গার্মেন্টস, বই দোকান, পার্টসের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর ও কসমেটিকসসহ ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।  

ওসি আরো বলেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।