ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
কুড়িলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর কুড়িলে সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দু’জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামে রজব আলীর ছেলে।

আহতরা হলেন- সাগর (২০) কামরুল (২২)।

খিলক্ষেত থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির বাংলানিউজকে বলেন, রাতে কুড়িলের রাস্তায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে আছে, এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে অটোরিকশার নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেন্টাল হাসপাতালে পাঠায়।

এএসআই শাহজাহান আরও বলেন, কিভাবে এ দুর্ঘটনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।