ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসী ম্যানসেল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
যশোরে সন্ত্রাসী ম্যানসেল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে 

যশোর: যশোরের শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ম্যানসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) ভোরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ম্যানসেল শহরের ষষ্ঠীতলা এলাকার বিএনপি নেতা আলমাস হোসেনের ছেলে।

তার নামে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, শহরের ষষ্ঠীতলা পাড়ার একটি বাড়ির তিন তলার ছাদ থেকে ম্যানসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

তবে কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি অপূর্ব।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।