ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই শিক্ষার্থীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন মাতুব্বর (১৫) পলাতক রয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী ওই ইউনিয়নের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানায়, ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে বখাটে ইমন মাতুব্বর জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ইমন। এরপর নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বাংলানিউজকে বলেন, নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। এজন্য নারী চিকিৎসকের মাধ্যমে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এমদাদ মাতুব্বরের ছেলে ইমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনায় সহযোগিতা করায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের নামে মামলা করা হয়েছে।

আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকার পাশাপাশি নির্যাতনে শিকার মেয়েটিকে পুলিশের সহযোগিতায় মেডিকেল রিপোর্ট করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।