ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
শৈলকুপায় ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা বিক্রি নিষিদ্ধ অবৈধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: বিক্রি নিষিদ্ধ অবৈধ পলিথিন রাখার অপরাধে ঝিনাইদহের শৈলকুপায় সাত ব্যবসায় প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার তহ-বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওসমান গণি।

বাংলানিউজকে ইউএনও জানান, অভিযানে অবৈধ পলিথিন রাখার অপরাধে তহ-বাজার এলাকার শরিফুল স্টোর, লক্ষী ভাণ্ডার, হোসেন অ্যান্ড হাসান আলী স্টোর, সোহেল স্টোর, মুসলিম স্টোর, বিশ্বাস স্টোর ও মজিদ স্টোরকে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।