ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
কিশোরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজাল ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পুরানথানা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহদী হাসান।

 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।  

বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদী হাসান জানান, অভিযানে ভেজাল ও নিম্নমানের সবজি বীজ ও অনুমোদনহীন প্যাকেটজাত বীজ বিক্রির অপরাধে শহরের পুরানথানা এলাকার বিসমিল্লাহ বীজ ভাণ্ডারকে আট হাজার, আমানত বীজ ভাণ্ডারকে পাঁচ হাজার ও কিশোরগঞ্জ বীজ ভাণ্ডারকে দুই হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।