ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জলাশয়ে পানি সেচতে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জলাশয়ে পানি সেচতে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী: জলাশয় থেকে পানি সেচতে গিয়ে আসকান আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে। আসকান আলী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আরজান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী বাংলানিউজকে বলেন, চন্ডিপুর ছয়ঘটি গ্রামের শাহাদত হোসেন সোমবার দুপুরে ওই জলাশয় থেকে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। জলাশয়ের পানি ধীরে ধীরে কমতে থাকে।

একপর্যায়ে তিনি একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এসে মরদেহটি দেখে থানায় খবর দেন।

এ সময় পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি আসকান আলীর বলে শনাক্ত করেন।  

আসকান আলীর বড় শ্যালক আব্দুল কাদের পুলিশকে জানিয়েছেন, ঢাকার গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাজেন্দ্রপুর এলিগেন্স ওরিয়েন্টাল কোম্পানিতে চাকরি করতেন আসকান। তিনি কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তারপর ১০ দিন আগে কর্মস্থলে চলেও যান। তবে সেখানে গিয়ে দেখেন, তিনি যে কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। ফলে অন্য কোম্পানিতে চাকরি খুঁজতে থাকেন। তিনদিন আগে আবারও বাড়ি ফিরে এসে এমন কথা জানান আসকান। এর দু’দিন পর থেকে নিখোঁজ হন তিনি। আর আজ জলাশয়ের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছেন না কেউ।  

ওসি মহসীন আলী আরও বলেন, গ্রামের লোকজনের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তাই ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।