ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেকৃবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ১৮ কৃতি শিক্ষার্থী

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
শেকৃবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ১৮ কৃতি শিক্ষার্থী

ঢাকা: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১৮ কৃতি শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডিন’স অ্যাওয়ার্ডে মনোনীত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

তিনি ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত সব শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।  
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে প্রাণী ডাক্তার নিয়োগ দেওয়া হবে। মাংসে স্বয়ংসম্পূণ হলেও দুধ ও ডিম উৎপাদনে আমরা পিছিয়ে আছি। তবে সবার প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে এই ঘাটতি দূর করতে পারব বলে আশা করি।

ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, লেভেল-১ এর মুহতাদি মো. ওয়ালিউল্লাহ এবং এসিং ইয়াং মারমা, লেভেল-২ এর হাফসা হোসেন, লেভেল-৩ এর মোছা. আখলিমা খাতুন, তানজিলা রহমান, তাবেয়া জান্নাত, তানজিনা আক্তার, শাহনাজ আলম সানি, মো. মহিউদ্দিন, নাজমুন্নাহার নিসা, মো. জিসান আহমেদ, লেভেল-৫ এর নিপু সেন, আল ওয়াসিফ, মোছা. মাঈদা পারভীন, শামীমা আহমেদ, মো.ইমরান হোসেন, মো. আব্দুর রায়হান রাতুল এবং শিখা সরকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল হক বেগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মো. সেকান্দার আলী এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রাইসুল আলম মণ্ডল।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।