ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক তুরাগে, নিখোঁজ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক তুরাগে, নিখোঁজ ৪ ছবি: প্রতীকী

ঢাকা (সাভার): সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ চারজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উত্তরাসহ দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।