ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কায় জব্দ মাদকের সঙ্গে জড়িত পাঁচজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
শ্রীলঙ্কায় জব্দ মাদকের সঙ্গে জড়িত পাঁচজন আটক

ঢাকা: গতবছরের ডিসেম্বরে শ্রীলঙ্কায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকের সংশ্লিষ্টতায় আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (২৮ জানুয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ডিসেম্বরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনী। ওই আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

বেলা ১১টায় রাজধনীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

গত ৩১ ডিসেম্বর শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাসে মাদকের সবচেয়ে বড় চালানসহ বগুড়ার মোহাম্মদ জামালউদ্দিন ও জয়পুরহাটের দেওয়ান রফিউল ইসলামকে গ্রেফতার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠ মাউন্ট লাভিয়ানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার এই দুইজনের কাছ থেকে ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৫২ কোটি টাকা।

এর আগে ১৪ ডিসেম্বর একই এলাকা থেকে ৩২ কেজি হেরোইনসহ সূর্যমনি নামের এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।