ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পথচারীদের সচেতনতায় বিএনসিসি ক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
পথচারীদের সচেতনতায় বিএনসিসি ক্লাব রাজধানীর সড়কে বিএনসিসি ক্লাবের সদস্যরা।

ঢাকা: পথচারীদের সচেতন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কাজ করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের সদস্যরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ক্লাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৫-৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলাকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিএনসিসি ক্লাবের সদস্যরা ডিএমপির সদস্যদের সঙ্গে কাজ করছেন।

ক্লাবের সদস্যরা ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের শাহজাহানপুর মোড়, ট্রাফিক পশ্চিম বিভাগের মানিক মিয়া অ্যাভিনিউ, ট্রাফিক উত্তর বিভাগের জমজম টাওয়ার মোড় ও ট্রাফিক দক্ষিণ বিভাগের বিভিন্ন সড়কে কাজ করছেন।

পাশাপাশি পথচারীদের মাঝে ট্রাফিক সচেতনতা বাড়ানো, ট্র্যাফিক আইন সম্পর্কে ধারণা, টার্মিনালে সভা সমাবেশ, ভিডিও প্রদর্শন, লিফলেট পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্ধুদ্ধকরণেও কাজ করছেন তারা।

বিএনসিসি ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, আমরা দক্ষ প্রশিক্ষিত সুনাগরিক হিসেবে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

বিএনসিসি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিবুর রাহমান রাজিব জানান, বিএনসিসি ক্লাব দেশের সাবেক ক্যাডেটদের নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মেকাবেলায় কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।