ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি যেনো ব্যাপকতা লাভ না করে: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
দুর্নীতি যেনো ব্যাপকতা লাভ না করে: মোজাম্মেল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুর্নীতি যেনো ব্যাপকতা লাভ না করে। মাদক যেনো প্রশ্রয় না পায়। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিকের কারণে যেন দেশের আইন-শৃঙ্খলার অবনতি না হয়। আমরা যদি সত্যিকারভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি তাহলে এর প্রতি জিরো টলারেন্স থাকতে হবে।

মঙ্গলবার (২৯ জানুয়া‌রি) দুপুরে গাজীপুর সি‌টি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ট্রাফিক সেবা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।  

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে মোজাম্মেল হক বলেন, সংসদ অধিবেশনে এ রকম (জামায়াত নিষিদ্ধ) কোনো বিল উঠবে না।

আপিল বিভাগের রায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে। আপিল বিভাগের রায়ের কারণেই আমরা এ আইনটা অতীতে করি নাই। কিন্তু আমাদের নীতিগত সিদ্ধান্ত আগে থেকেই এটা নিষিদ্ধ করার। কারণ তারা যুদ্ধাপরাধী দল। তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এটা এখন সময়ের ব্যাপার। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে হয়তো সংসদের পরবর্তী অধিবেশনে আমরা আশা করতে পারি জামায়াত নিষিদ্ধের ব্যাপারটি আসবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তিনটি জিনিসের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, এগুলো হলো দুর্নীতি, মাদক ও সন্ত্রাস।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, ডিসি ট্রাফিক কে এম আরিফুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহম্মেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়া‌রি ২৯, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।