ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার থেকে আসা বাস থেকে ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
কক্সবাজার থেকে আসা বাস থেকে ইয়াবাসহ আটক ৪ র‌্যাব হেফাজতে আটকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে কক্সবাজার থেকে আসা ঢাকাগামী সেন্টমান্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর কদমতলি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩৪ হাজার ৬৭০ টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাসহ তিন নারীসহ চারজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

আটকরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা কৌঁশলে একাধিকবার কক্সবাজার থেকে ইয়াবার চালান এনেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।