ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ওজন-পরিমাপে কারচুপি, ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ওজন-পরিমাপে কারচুপি, ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিই এর কার্যালয়

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় এসব মামলা করে।

দক্ষিণখান এলাকার কসাই বাড়ি বাজারের মেসার্স আজোয়া কেক অ্যান্ড পেস্টির দোকানে বাটার বন পণ্যের মোড়কে ওজন ও মূল্য, কেক পণ্যের প্যাকেটে পণ্যের নাম, ওজন, উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় এ মামলা দায়ের করা হয়।

গাওয়াইয়ের বাজার এলাকার কিবরিয়া এন্টারপ্রাইজ তেলের দোকানে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায় ও পরিমাপক যন্ত্রপাতির ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় এবং একই এলাকার টাঙ্গাইল সুইটসের দোকানে পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় ও এল কে প্লাজার মেসার্স ঢাকা জুয়েলার্স ও হিয়ামনি জুয়েলারির দোকানে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায়, ক্যাশ মেমোতে ভরি/আনা/রতির উল্লেখ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআইর এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।