ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে ইমামের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে ইমামের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে মো. মোশাররফ হোসেন (৪৫) নামে এক ইমামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার এই সাজা দেন।  

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মোশাররফ ফুলবাড়ী উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়ামোড় জামে মসজিদের পেশ ইমাম।  

তিনি জানান, বিকেলে সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার ও পুলিশের সঙ্গীয় ফোর্সসহ কুন্দন গ্রামের  মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে (১৬) বাল্য বিয়ে দেওয়ার সময় আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোশাররফকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।