ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
কালীগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত বাংলানিউজকে জানান, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে।

পরে এলাকায় মাইকিং করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই ডাকাতকে আটক করে। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাতে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।