ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
দিনাজপুরে ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন কুয়াশায়ে মোটরসাইকেলে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: কথায় আছে মাঘের ঠাণ্ডায় বাঘও কাঁদে। শীত শেষ হওয়ার আগে দিনাজপুরে ঠাণ্ডা যেন মরণ কামড় দিতে শুরু করেছে। তীব্র শীত ও বাতাসে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসের তীব্রতায় দুর্ভোগ আর কষ্ট বেড়েছে মানুষের। 

বুধবার (৩০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
 
হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে গত ক’দিন ধরে তীব্র শীত শুরু হয়েছে।

কুয়াশা ও বাতাস যেন সেই তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।  

দিনে সূর্যের দেখা মিললেও বিকেল সাড়ে ৪টা বাজতেই বাড়তে থাকে শীত ও বাতাসের তীব্রতা। রাত হতে না হতেই শহরের হাট-বাজার জনশুন্য হয়ে যায়।  

দিনাজপুর সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের কৃষক শামীম হোসেন (৬৭) বাংলানিউজকে জানান, তীব্র ঠাণ্ডায় আমরা ঠিক মত কাজ করতে পারছিনা। অভাবের সংসারে কাজ না করলে কে খাওয়াবে। দিন আনি দিন খাই।  

দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী বাংলানিউজকে জানান, শৈত্য প্রবাহের কারণে প্রচণ্ড ঠাণ্ডা পড়ায় শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে।  

ঘন কুয়াশা।  ছবি: বাংলানিউজদিনাজপুরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, বুধবার ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই রকম আবহাওয়া আরও ৩/৪ দিন থাকবে।

তিনি আরো বলেন, এই শৈত্য প্রবাহ কমে গেলে আর বড় কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।  

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে এরই মধ্যে ৩৭ হাজার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৬৫ হাজার পিস কম্বল পাওয়া গিয়েছিল। যা দিনাজপুরের ১৩টি উপজেলায় বিতরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ভাণ্ডারে কিছু শীতবস্ত্র রয়েছে। যা জেলা প্রশাসকসহ প্রশাসনের লোকজন রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করার জন্য আরও ৫০ হাজার পিস কম্বল চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।