ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভুয়া ক্যাপ্টেন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
বেনাপোলে ভুয়া ক্যাপ্টেন আটক আটক শংকরাজ মজুমদার। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী শংকরাজ মজুমদার (২৬) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বেনাপোল সীমান্তের চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক শংকরাজ বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে।

বিজিবি জানায়, সকালে ওই যুবক চেকপোস্ট শুন্য রেখায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনদের অপেক্ষায়। এ সময় তাকে একটু সরে দাঁড়াতে বললে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পরিচয় দেয়। এসময় তার কথা বার্তায় সন্দেহ মনে হলে ক্যাম্পে ডেকে নিয়ে কথা বলা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এজেএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।