ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চালক-পথচারীদের সচেতনতা বাড়াতে সেমিনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
খাগড়াছড়িতে চালক-পথচারীদের সচেতনতা বাড়াতে সেমিনার  সেমিনারে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো শহিদুল ইসলামসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে খাগড়াছড়ি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (৩০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

খাগড়াছড়ি পৌরসভা ও আরটিএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো শহিদুল ইসলাম।


 
সেমিনারে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, পৌর মেয়র রফিকুল আলম, বিআরটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।
 
অনুষ্ঠানে স্থানীয় মোটরযান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।  

সেমিনারে বক্তারা যানবাহন চালানোর ক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে চলা, ফিটনেসবিহীন গাড়ি না চালানোর আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।