ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী নূর-ই-আলম চৌধুরী

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ জাতীয় সংসদ পরিচালনায় মন্ত্রী পদ মর্যাদায় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী পদ মর্যাদায় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ছয়জন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার (৩০ জানুয়ারি) প্রধান হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রধান হুইপ একজন মন্ত্রীর এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন।

বুধবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই ডেপুটি স্পিকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর স্পিকার নির্বাচন করা হয়।

প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ৬ জন হুইপের মধ্যে দশম সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও মাহবুব আরা গীনি বহাল থাকছেন।  

অন্যরা হলেন— খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

ফের স্পিকার শিরীন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।