ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে মিত্রবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে মিত্রবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা যাওয়ার পথে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় মিত্রবাহিনীর নয় সদস্যের দলটি মেজর জেনারেল (অব.) জোশে মালাবালান।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা আবেগে আপ্লুত হয়ে সে সময়কার স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় গভ. মডেল গার্লস হাই স্কুলটিতে আমাদের ক্যাম্প ছিল।

এখানে এসে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে গেল।

এসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হুরায়রাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা তাদের স্বাগত জানান। পরে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।