ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের ব্যবস্থা নেওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের ব্যবস্থা নেওয়ার আহ্বান গুয়েন কুওক জং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে বসবাসরত এক মিলিয়ন রোহিঙ্গাকে মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ জানুয়ারি) গণভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী গুয়েন কুওক জং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন প্রধানমন্ত্রী তার সঙ্গে মতবিনিময় করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ আহ্বান জানান।

তিনি বলেন, মিয়ানমারকে তাদের ১০ লাখ নাগরিক ফিরিয়ে নিতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ সাহায্য করা উচিত।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ আহ্বানের বিষয়ে ব্রিফ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।