ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার সৌদি যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
শুক্রবার সৌদি যাচ্ছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ফাইল ফটো

ঢাকা: সৌদি আরবে সাতদিনের শুভেচ্ছা সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) এ উদ্দেশে তিনি ঢাকা ছাড়বেন।

বুধবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রেসি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাপ্রধান সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করবেন।  

সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

সফর শেষে ৯ ফেব্রুয়ারি (শনিবার) জেনারেল আজিজ আহমেদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।