ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফের নামে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সৈয়দ আশরাফের নামে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও সৈয়দ আশরাফ

জাতীয় সংসদ ভবন থেকে: সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামে শোকপ্রস্তাব করেছে সংসদ। জনপ্রিয় এই নেতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তার সহকর্মীরা।

এছাড়া শোকপ্রস্তাব আনা হয় সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, নুরুল আলম চৌধুরী, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তরিকুল ইসলাম, ডা. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, আশরাফুন নেছা মোশারফ, বোরহান উদ্দিন খান, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গীতিকার ও চিত্রনাট্যকার আমজাদ হোসেন, সঙ্গিতশিল্পী সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ প্রয়াত গুণী ব্যক্তিত্ব এবং দেশ-বিদেশে নিহত ব্যক্তিদের নামে।
 
সৈয়দ আশরাফের ওপর আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সৈয়দ আশরাফ ছিলেন সৎ মেধাবী নির্লোভ মানুষ।

তার মতো নিরহংকার মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। তিনি কারো সঙ্গে রেগে কথা বলতেন না।
 
আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, সৈয়দ আশরাফের মতো আদর্শবান ব্যক্তি, এমন দেশপ্রেমিক আজকের দিনে আমাদের খুব দরকার ছিল। তিনি সাদা মনের মানুষ ছিলেন। তিনি অমায়িক মানুষ ছিলেন। একজন মন্ত্রী হয়েও তিনি ছিলেন নির্মোহ মানুষ। তার পরিবারের একমাত্র তার মেয়েই রয়েছে। বহু কষ্টের পর সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ভোগের রাজনীতি করেননি, ত্যাগের রাজনীতি করেছেন।
 
আলোচনায় আরও অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।  

আলোচনা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সংসদ অধিবেশন কক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। এরপর তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন সংসদ সদস্য বিএইচ হারুন।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।