ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার থাইংখালীর তাজনিমার খোলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ক্যাম্পের বি ব্লকের মৃত মো. ইউনুচের কন্যা রাফিয়া (৬) ও ছেলে রায়হান (৪) এবং ক্যাম্পের সি-২ ব্লকের মো. ওবায়দুল্লাহর কন্যা শিশু আসমা (৫)।

 

উখিয়া উপজেলা নিরবাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসবি/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।