ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘উন্নয়নে সমর্থন, ত্রুটি থাকলে বিরোধিতা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
‘উন্নয়নে সমর্থন, ত্রুটি থাকলে বিরোধিতা’

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের উন্নয়ন ও অগ্রগতির কাজে সমর্থন জানাবো, পাশাপাশি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সেগুলোর বিরোধিতা করবো বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে একথা বলেন সাবেক এই মন্ত্রী।
 
স্পিকারকে অভিনন্দন জানিয়ে রাশেদ খান মেনন বলেন, একাদশ সংসদের সদস্য নির্বাচিত হয়ে একদিকে যেমন আনন্দ, সঙ্গে সঙ্গে বিব্রতও হই।

প্রতিদিনই প্রশ্ন শুনতে হচ্ছে সংসদে আপনাদের অবস্থান কি হবে? সংসদ নেতা প্রধানমন্ত্রী এরইমধ্যে আওয়ামী লীগের একটি মিটিংয়ে ইচ্ছে পোষণ করেছেন, সরকারেও থাকবে স্বাধীনতারপক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে স্বাধীনতারপক্ষের শক্তি। এটা অত্যন্ত যৌক্তিক। এখন শেষ পর্যন্ত এমন দাঁড়িয়েছে আমাদের প্রতিদিনই শুনতে হচ্ছে আপনারা কেন বিরোধী দলের আসনে গিয়ে অবস্থান নিচ্ছেন না। এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে চিন্তাও করিনি। সরকার থেকে একটি সিদ্ধান্ত দিয়ে বলা হচ্ছে এটি মেনে চলতে হবে।
 
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মেনন বলেন, আপনি জানেন এই সংসদে যখন যোগদান করেছি তখন বলেছি সব উন্নয়নমূলক কাজ ও অগ্রগতির ক্ষেত্রে আমরা শুধু সমর্থন জানাবো তা নয়, সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ত্রুটি-বিচ্যুতি থাকবে, যেগুলো আমরা মনে করবো বিরোধিতা করা প্রয়োজন, সেটির অবশ্যই বিরোধিতা করবো। এর আগে পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। এজন্য আশার করি আপনি (স্পিকার) সুযোগ দেবেন।
 
তিনি বিরোধী দল জাতীয় পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিরোধিতার প্রশ্নে আমাদের সমর্থন থাকবে। আমরা সবাই মিলে একত্রে এগিয়ে যাবো। । এজন্য তিনি স্পিকারের সুদৃষ্টি কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/ এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।